সোমবার, ২০ জুন, ২০১৬

গাজীপুরে সাবরেজিষ্ট্রি অফিসের রেকর্ড রুমের গ্রীল কেটে দলিল জালিয়াতি ও লুট!

গাজীপুরে সাবরেজিষ্ট্রি অফিসের রেকর্ড রুমের গ্রীল কেটে দলিল জালিয়াতি ও লুট করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের সাব-রেজেষ্ট্রি অফিসের দলিলের ভলিউম কপি রাখার রেকর্ড রুমের গ্রীল ও স্টীলের নেট কেটে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ কাগজপত্র জালিয়াতি ও সরিয়ে নিয়েছে।

রেকর্ড রুমে কর্মরতদের সহায়তায় দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে কর্তৃপক্ষ দাবী করেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মচারীকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে স্পর্শকাতর এ রেকর্ড রুমের গ্রীল কাটার ঘটনায় সোমবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। গাজীপুর সদর সাব রেজেষ্ট্রি অফিসের রেকর্ড কিপার মো. আব্দুর রব বলেন, রবিবার বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরের ছায়াবিথী এলাকার সিনা হাসপাতালের পাঁচ তলায় রেকর্ড রুমের নেট, গ্রীল ও স্টীলের নেট কাটা এবং হালকা ভাবে লাগানো অবস্থায় দেখতে পায় রেকর্ড সহকারী আব্দুল মজিদ। খবর পেয়ে গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কাপাসিয়া অফিসের সাব-রেজিষ্ট্রার ওয়াসিম কল্লোল সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিদর্শন করেন। এঘটনায় জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। গাজীপুর সদরের সাব-রেজিষ্ট্রার মো. মুজাহিদুল প্রশিক্ষণে অংশ নেয়ায় অন্য কর্মকর্তা কাপাসিয়া অফিসের সাব-রেজিষ্ট্রার ওয়াসিম কল্লোল রবিবার ও সোমবার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা কাপাসিয়া অফিসের সাব-রেজিষ্ট্রার ওয়াসিম কল্লোল জানান, পাঁচ তলার ওই রেকর্ড রুমটি জেলা রেজিষ্ট্রি অফিসের ভিতরে অবস্থিত। দলিলের এ রেকর্ডরুমে অনেক মূল্যবান রেকর্ড রয়েছে। এটি জনগণের সম্পত্তি। ওই রেকর্ডরুমে যেতে হলে কলাপসিবল গেইটের তালা খুলে যেতে হয়। আর এ গেইটের চাবি নাইট গার্ডের কাছে গচ্ছিত থাকে। কিন্তু ওই ঘটনায় রেকর্ডরুমের গ্রীল ও স্টীলের নেট দুর্বৃত্তরা কেটে ফেললেও কলাপসিবল গেইটের তালা অক্ষত রয়েছে। দলিলের রেকর্ডরুম জনগণের সম্পত্তি, এখানে অনেক মূল্যবান রেকর্ড রয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। রেকর্ডরুমের দায়িত্ব প্রাপ্তদের ছাড়া এখানে বাইরের কেউ এসে কিছুই বুঝবে না। ওই রুমে প্রায় দুই লক্ষাধিক ভলিউম রয়েছে। দুর্বৃত্তরা সেখান থেকে কোন দলিলের ভলিউম চুরি অথবা জালিয়াতি করেছে কি-না তা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। রেকর্ড রুমের কর্মরতদের সহায়তায় কোন দুর্বৃত্তচক্র পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাইটগার্ড কাওসারকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজ - গাজীপুর অনলাইন

কোন মন্তব্য নেই:
Write comments