১. প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক (ডিজি) শ্যামল কান্তি ঘোষ।
২. পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব বজ্র গোপাল ভৌমিক।
৩. কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার বিশ্বাস।
৪. সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (সেসিপ) যুগ্ম পরিচালক রতন কুমার রায়।
৫. সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (সেসিপ) বিশেষজ্ঞ ড. উত্তম কুমার দাশ।
৬. ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায়।
৭. চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. পীযুষ কান্তি দন্ত।
৮. শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
৯. বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়্যারম্যান নারায়ন চন্দ্র পাল।
১০. ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ্র।
১১. শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব অজিত কুমার ঘোষ।
১২. শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব পতিত পাবন দেবনাথ।
১৩. শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব অসীম কুমার কর্মকার।
১৪. শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান স্বপন কুমার ঘোষ।
১৫. শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্রী বনমালী ভৌমিক।
১৬. শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস।
১৭. শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার।
আইন বিভাগ-
১. প্রলয় কুমার এআইজি , প্লানিং অ্যান্ড রিসার্স
২. বিনয় কৃঞ্চ বালা (সিআইডি) ডিআইজি ঢাকা
৩. বিপ্লব কুমার , কমিশনার গাজীপুর
৪. নিবাস মাঝি , সিলেট ডিএমপি পুলিশ কমিশনার
৫. সত্যকি কবিরাজ এ সি, ডিএমপি
৬. বিজয় বসাক ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার
৭. শ্যামল কুমার পুলিশ সুপার বরগুনা
৮. শ্যামল কুমার মুখার্জী এ এস পি , ঢাকা
৯. দেবদাস ভট্টাচার্য দিনাজপুরের পুলিশ সুপার
১০. পংকজ কুমার দে ,RAB-9 এ এস পি
১১. কৃঞ্চপদ রায় ডিবি কমিশনার , ঢাকা
১২. মিলি বিশ্বাস ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার
১৩. সন্জয় কুমার কুন্ডু , এ সি , কুড়িগ্রাম
১৪. টুটুল চক্রবর্তী কুমিল্লা জেলার এস পি
১৫. শ্যামল কুমার নাথ বরগুনার পুলিশ সুপার
১৬. দেবদাস ভট্টাচার্য দিনাজপুরের পুলিশ সুপার
১৭. উত্তম প্রসাদ সোনারগাঁও থানা সার্কেল এ এস পি
১৮. শৈবাল কান্তি চৌধুরী কমিশনার বরিশাল
১৯. তাপস রঞ্জন ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার এ এস পি
২০. রঞ্জন সামন্ত মাগুরার সহকারি পুলিশ সুপার
২১. জয়দেব কুমার ঘোষ এসপি , হবিগন্জ
২২. প্রদীপ কুমার পাঁচলাইশ থানার ওসি
২৩. স্বপন কান্তি বড়ুয়া ওসি কুলাউড়া GRP থানা
২৪. অশিত কুমার ঘোষ ওসি মতিহার থানা
২৫. সুকুমার বিশ্বাস ওসি খুলনা সদর থানা
২৬. তপন চন্দ্র সাহা ওয়ারী থানার ওসি
২৭. অবণী শঙ্কর কর যাত্রাবাড়ি থানার ওসি (তদন্ত)
২৮. এস আই প্রদীপ কুমার যাত্রাবাড়ী থানা
২৯. এস আই নিবারণ চন্দ্র বর্মণ ,ডিবি)
৩০. গনেশ গোপাল বিশ্বাস শেরে বাংলানগর থানার ওসি
৩১. নরেশ কর্মকার ওসি বাউফল থানা
৩২. অরূপ তরফদার সোনারগাঁও থানার ওসি (তদন্ত)
৩৩. নিহার রন্জন কমলগঞ্জ থানার ওসি
৩৪. সুকুমার বিশ্বাস খুলনা সদর থানার ওসি
৩৫. এস আই নিবারণ চন্দ্র বর্মণ ডিবি
৩৬. এস আই সজল কুমার কানু মুরাদনগর থানা
৩৭. এস আই অরূপ কুমার যাত্রাবাড়ি থানা
৩৮. এ এস আই বিকাশ কুমার ঘোষ সবুজবাগ থানা
৩৯. এস আই (তদন্ত) কৃপা সিন্ধু ভাটারা থানা
৪০. এ এস আই প্রকাশ চন্দ্র বেনাপোল পোর্ট থানা
৪১. এ এসআই অসীম কুমার চন্দ্র মহেশপুর থানা
৪২. এ এসআই বিকাশ কুমার ঘোষ সবুজবাগ থানা
৪৩. সোনারগাঁও থানার এসআই পল্টু ঘোষ
৪৪. সুদর্শন কুমার রায় ওসি সিলেট দক্ষিণ সুরমা থানা
এখন ভাবুন আপনি কি বলবেন?
উনারা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সুষ্ঠু করে গড়ার কারিগর না "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর"
--এই নাম গুলো বিভিন্ন ঘটনায় পত্র-পত্রিকায় উঠে এসেছে , বাকীরা আঁচলের নীচে ! হয়ত খোঁজলে পাওয়া যাবে। এখন হয়ত উত্তর পেয়েছেন কেন শিক্ষা ব্যবস্থায় ইসলামকে ছোট করে হিন্দু ধর্মকে বড় বানানো হইছে এবং আ'লেম, মুফতি ও হুজুর-দাঁড়িওয়ালা দেখলে পুলিশ কেন এতো হিংস্র হয়।
মূল পোষ্ট - Soharab Hossain
কোন মন্তব্য নেই:
Write comments